কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা গ্রামের নাম সোনাকুর। সন্ধ্যা নদীর তীরবর্তী ২নং ইউনিয়নের বাসিন্দা ওরা। ওই গ্রামের হতদরিদ্র্য, সুবিধাবঞ্চিত ১৫টি বেদে পরিবারের বসবাস। সন্ধ্যা নদীর স্রোতের কলতানে ওদের ভাঙে ঘুম। জোয়ারের পানিতে ওদের বাড়িতে হাঁটু সমান পানি। কখনো খেয়ে, কখনো না খেয়ে...